ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

শুরু হয়েছে দিনাজপুর বোর্ডে ২০২১সালের এসএসসি পরীক্ষা

Author Dainik Bayanno | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৩:১৪:০০ অপরাহ্ন | শিক্ষা

আজ থেকে সারা দেশের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। দিনাজপুর বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহন করছে ৮টি জেলার ২৭৫টি কেন্দ্রে ২হাজার ৬৭৪টি স্কুল অংশ নিচ্ছে।

এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১লক্ষ ৯৫হাজার ৭৪০জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৯ হাজার ৯৮৩জন এবং ছাত্রীর সংখ্যা ৯৫হাজার ৭৫৭ জন। আজ সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান দিয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসকসহ ম্যাজিষ্ট্রেট ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা পরীক্ষা সেন্টার গুলো পরিদর্শন করছেন।

পাশাপাশি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।