ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

শেখ রাসেলের জন্মদিন উদযাপনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ ০৫:২৪:০০ অপরাহ্ন | রাজনীতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন আগামীকাল (১৮ অক্টোবর)। এই দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকে কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, "শহীদ শেখ রাসেল আজ দেশের শিশু-কিশোর ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য প্রেরণার প্রতীক। তার আলোকিত জীবন বাংলাদেশের অবহেলিত ও অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছে।"

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “শহীদ শেখ রাসেলের জন্মদিন এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশ বিচারের নামে অবিচারের সংস্কৃতিতে জর্জরিত। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ন্যায় আজও দেশকে বিচারহীনতার পথে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশি নির্যাতনের মাধ্যমে নৃশংস গণহত্যার দায়মুক্তি দেওয়া হয়েছে।”

শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

 

বায়ান্ন/লিংকন/শাহেদ