ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫ ০২:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

দুই মাস না পেরোতেই শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। একইসাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়। এরপর রাতে বিএনপির অফিসিয়াল পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, ২ মাস আগে ৪ নভেম্বর (সোমবার) ২০২৪ইং বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। ২ জানুয়ারির ঘোষণা অনুযায়ী এ কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

এদিকে শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত ঘোষণার পর মধ্য রাতে আনন্দ মিছিল করেছেন জেলার বিভিন্ন উপজেলার বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ