ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

শেরপুরে বিএনপির আহবায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

শেরপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিটিং করা অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা বারোটায় জেলা শহরের ৩নং ওয়ার্ডের ছাত্র জনতা ও বিএনপি সমর্থকদের আয়োজনে ঢাকলহাটি পুরাতন জামে মসজিদের সামনে এ পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, স্থানীয় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস, ভাষা সৈনিক হবিবুর রহমানের পুত্র সোহানুর রহমান লিখন, কামরুল ইসলাম, বাদশা মিয়া, সোহেল ও রফিক।

এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহবায়ক ও সমাজসেবক মোঃ হযরত আলী সম্প্রতি শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দীর্ঘদিনের একটি বিরোধপূর্ণ জমির গাছ কাটা বাঁধা দেওয়ায় বিক্ষুব্ধ হয় গাছ কাটার পক্ষের লোকজন। এরই জের ধরে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও এডিটিং করা বিভিন্ন ভিডিও ও অডিও পোস্ট করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাই।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ