ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

শৈলকুপায় ফলজ গাছের সাথে এ কেমন শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১০:৫২:০০ অপরাহ্ন | জাতীয়
 
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির আম, লিচু, পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। ঘটনাটি মঙ্গলবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের বেনিপুর বাজারের পাশে। বুধবার (১৯ এপ্রিল) সকালে বাড়ির মালিক ফজলে সোবহান বিশ্বাস মৌখিকভাবে স্থানীয় ক্যাম্পে অভিযোগ করেছেন। এঘটনায় স্থানীয় তমালতলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
বাড়ির মালিক ফজলে সোবহান বিশ্বাস মুঠোফোনে অভিযোগ করে জানান, মসজিদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তারই আপন ভাই লিচু বিশ্বাস পরিবারের সাথে মনোমালিন্য চলে আসছে। যেকারনে তিনি স্বপরিবারে কুষ্টিয়া থাকেন। গত এক সপ্তাহ আগে তিনি তার ঘরের চালের ওপর থেকে  লিচু বিশ্বাসের ছোট্ট একটি গাছের ডাল হেলে থাকায় কেটে দেয়। এটা নিয়ে কথা কাটাকাটি হয় তার ভাইয়ের পরিবারের সাথে এবং কি কারণে ডাল কেটেছে তার বিচার চাই স্থানীয় মাতব্বরের কাছে। এমন ইস্যুতে তারা ক্ষিপ্ত ছিল তার ওপর। যেকারণে প্রতিশোধ নিতে রাতের আঁধারে বাড়ির ভিতর থাকা ফলজ বৃক্ষ, আম, লিচু ও পেয়ারাসহ মোট ৭টি গাছ কর্তন করেছে বলে অভিযোগের আঙ্গুল তোলেন তারই ভাইয়ের পরিবারের দিকে। তিনি এঘটনার সু্ষ্ঠু বিচার দাবি করেন।
 
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লিচু বিশ্বাসের স্ত্রী কোহিনুর বেগম বলেন, গাছ কাটার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে ফাঁসাতে বাড়ির ভিতরে ফলজ গাছ কৌশলে কেটে ফেলা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
 
স্থানীয় তমালতলা ক্যাম্পের সেকেন্ড আইসি (এএসআই) আবুল কালাম বলেন, ফলজ বৃক্ষ কর্তনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
 
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ক্যাম্প পুলিশ সুত্রে ঘটনার বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।