ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

পলাশ হোসেন, পাবনা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হাত কাটা কব্জির সন্ধান পায়নি পুলিশ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে