সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলকে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ জানান, সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের উপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে।
এঘটনায় ভুক্তভোগী ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বায়ান্ন/এসএ