সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা, অনাদায় ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার খেশরা ইউনিয়নের এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকস এ অভিযান চালানো হয়।
অভিযান এসময় নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম সহ ও পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় কাঠ পাড়ানোর অভিযাগে এস.এম.এম.বি ব্রিকস ২ লাখ এবং এস.বি ব্রিকস আরো ২ লাখসহ মোট ৪ লাখ টাকা জরিমানা অনাদায় দুটি ভাটায় তিন মাস করে মোট ৬ মাসের জেল প্রদান করা হয়। তিনি জানান, অভিযানের সময় ইটভাটা মালিকরা পলাতক থাকায় এবং জরিমানার টাকা দিতে না পারায় এস.বি ব্রিকসর ম্যানজার লাবলু সর্দার এবং এস.এম.এম.বি ব্রিকসর ম্যানজার আল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ধরনর অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।
বায়ান্ন/এসএ