ঢাকার সাভারের তেঁতুলঝোড়ায় ডিসলাইন মেরামতের কথা বলে বাসায় গিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে রাশেদুজ্জামান মুন্না (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার র্যাব-৪ এর সহকারি পরিচালক (মিডিয়া), সহকারি পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
র্যাব জানায়, ওই নারী নববিবাহিত। সে একটি ভাড়াবাসায় স্বামীর সঙ্গে থাকেন। তার স্বামী একজন রেস্টুরেন্ট কর্মী। গত ১০ নভেম্বর তাকে একা বাসায় রেখে তার স্বামী কাজের জন্য রেস্টুরেন্টে যান।
ওইদিন বিকেলে ডিসলাইন মেরামতের উদ্দেশ্যে ডিস কর্মচারী রাশেদুজ্জামান তাদের বাসায় যান। বাড়িতে কেউ নেই বলে ওই নারী পরে আসতে বলেন। রাশেদুজ্জামান জানান তার অল্প কিছুক্ষণের ডিসলাইনের কাজ আছে।
এরপর ওই নারী গোসল করতে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তী সময়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
পরে ওই নারীর স্বামী লিখিত অভিযোগ দায়ের করলে র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাশেদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেন।