বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ ও তিনদিন ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো।
কবে নাগাদ কারখানা খুলবে, জানতে চাইলে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে কবে কারখানা খুলবে জানানো হবে।