সিলেটে জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ২১৫৯) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সংগঠনের সিলেটের দক্ষিণ সুরমাস্থ শ্রমিক ভবনের সম্মুখে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ইউনিয়নের প্রতিটি শাখাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের আগামী নির্বাচন পরিচালনা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, সিলেটে জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ২১৫৯) এর আসন্ন নির্বাচনকে সফল ও স্বার্থক করে তুলতে সংগঠনের সকল সদস্যকে আন্তরিক হতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে সবাইকে কাজ করে যেতে হবে।
সিলেটে জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. উসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটে জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী সাইফুল, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর সাবেক সভাপতি মো. দিলু মিয়া সাধারণ সম্পাদক মো. গফুর মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর কার্যকরী সভাপতি আব্দুর ছালাম, সহ-সভাপতি জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ প্রমূখ।
এছাড়াও সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।