ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

সিলেট ডায়াবেটিক সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ ১১:১৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
 

৩০ ডিসেম্বর সিলেট শহরের জিন্দাবাজার, পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির ৩৭তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন, পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন সমিতির সম্মানিত জীবন সদস্য অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট ।

সভার শুরতে সমিতির সকল প্রয়াত জীবন সদস্য ও মরহুম জাতীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

সভার শুরুতেই সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থা বর্ণনা করে বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ।

সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মো: নিজাম উদ্দিন বিগত ৩১ ডিসেম্বর ২০২১ ইংরেজী তারিখের অনুষ্ঠিত সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন।  

এরপর সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২২ উপস্থাপন করেন সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমদ। সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন-২০২২ পাঠ করেন এবং ২০২৩ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

এরপর সমিতির কার্যকরি কমিটির সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম সমিতির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা পাঠ করেন।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন, আয়কর রির্টার্ন প্রস্তুত ও অডিটর নিয়োগ  এবং প্রস্তাবিত বাজেট ও প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন  সমিতির সম্মানিত জীবন সদস্য ডা. শামীম আহমদ, এনায়েত হোসেন সরওয়ার, বীর মুক্তিযোদ্ধ ওয়েছুর রহমান চৌধুরী, শহিদুল হক তালুকদার, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, আখতার হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ডা. শুধাংশু রঞ্জন দে, নুরুল ইসলাম চৌধুরী, আবু তালেব মুরাদ, লন্ডন প্রবাসী মো: সুলতান আহমদ, আব্দুল মালিক মারুফ, লোকমান হোসন, ইশতিয়াক সিদ্দিকী, আলমগীর আহমদ, আলমিুস সাদাদ চৌধুরী, কবীর আহমদ সিদ্দিকী, আব্দুল কাইয়ুম বিলু, আব্দুল হাসিব চৌধুরী, আরব আলী, কে. এ. কিবরিয়া চৌধুরী, আখতার আহমদ চৌধুরী, মুস্তাকিম চৌধুরী অনি, এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট স্বাধীন চন্দ্র রায়, আহমেদুল কিবরিয়া বকুল, খায়রুল হাসান, খায়রুজ জাফর চৌধূরী, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য করিমদাদ চৌধুরী প্রমূখ।    

ভার্চ্যুয়াল সভায় দেশ ও বিদেশের আব্দুল মালিক, নোমান আহমদ ইন্তেজার, মতিউর রহমানা মতিন, ইমতিয়াজ আহমদ, মো: আব্দুল মুনিম, সালেহ আহমদ, রুকন ইদ্দন, মঈন উদ্দিন চৌধুরীসহ অনেক জীবন সদস্য জুম এর মাধ্যমে সংযুক্ত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন, ২০২২ সালের আয়-ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ২০২৩ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন ও সমিতির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মো: নিজাম উদ্দিন এবং উপস্থিত সম্মানীত জীবন সদস্যগণের সমর্থনে তা অনুমোদিত হয়।  


এরপর সভায় সিলেট ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশন এর চেয়ারম্যান এডভোকেট ব্যারিষ্টার মো: আরশ আলী ও সদস্য এডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব ২০২৩-২০২৫ সন মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন।

 
নব নির্বাচিত কমিটি নি¤œরুপ:
ক্রমিক নং পদবী নাম ভোটার নম্বর
০১ সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব ৩১২
০২ সহ-সভাপতি ডা. মো: আলতাফুর রহমান ০৬
০৩ সহ-সভাপতি ডা. আজিজুর রহমান ০৮
০৪ সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী ৫৪
০৫ সাধারন সম্পাদক লোকমান আহমদ ৫১
০৬ যুগ্ম সাধারন সম্পাদক মো: নিজাম উদ্দিন এডভোকেট ২১৯
০৭ যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য ৩৮
০৮ যুগ্ম সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক (চন্দন) ১৮৫
০৯ কোষাধ্যক্ষ এম. এ. মান্নান ২৩৪
১০ যুগ্ম কোষাধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান এডভোকেট ৫১৮
১১ সদস্য আরিফুল হক চৌধুরী ৫৩
১২ সদস্য ডা. মো: ইহতেশামুল হক চৌধুরী ৭১
১৩ সদস্য মো: নাসির উদ্দিন খান এডভোকেট ৪৯৯
১৪ সদস্য মো: মুজিবুর রহমান শওকত ১৬৮
১৫ সদস্য আফতাব চৌধুরী সাংবাদিক ১০৪
১৬ সদস্য নাজনীন হোসেন ২১০
১৭ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ৬৮
১৮ সদস্য এ. কে. এম. আহাদুস সামাদ ১১২
১৯ সদস্য নজমুল হক ২৩৭
২০ সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট ২৪২
২১ সদস্য বশিরুল হক ৩৩৮
২২ সদস্য কে. এ. কিবরিয়া চৌধুরী ৫৬৯
২৩ সদস্য আলিমুস সাদাত চৌধুরী ৯৭
২৪ সদস্য এ. এইচ. এম. মোস্তাকিম চৌধুরী (এনি) ৩৭৩
২৫ সদস্য জহিরুল কবীর চৌধুরী শিরু ৪৩৯
২৬ সদস্য খন্দকার ইসরার আহমদ রকী ৩৮০
২৭ সদস্য প্রণব জ্যোতি পাল ৬৪৭

সভার শেষ প্রান্তে উক্ত বার্ষিক সাধারন সভায় উপস্থিত/জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির  কার্যকরি কমিটির সম্মানিত সদস্য ডা. শিব্বির আহমদ শিবলী।