ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিলেট লামাকাজীতে নৌকা প্রতীকের কার্যালয় উদ্বোধন করলেন শফিক চৌধুরী

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ১৫ জানুয়ারী ২০২২ ০৬:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাতে লামাকাজী বাজারে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদের ‘নৌকা’ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা মাতৃভাষার প্রতিক, নৌকা মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতের প্রতিক, নৌকা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের ভ্রাতৃত্বের প্রতিক। তাই ৩১ জানুয়ারী নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালী হবে, নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। সর্বোপুরী নৌকার বিজয়ে নিশ্চিত হবে অবহেলিত বঞ্চিত লামাকাজী ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়ন।

প্রধান বক্তার বক্তব্যে লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদের বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন তাহলে ‘আমি সরকারি দলের লোক নই, উন্নয়ন করতে পারব না’ অন্তত পক্ষে এসব কথা বলব না। আর আপনাদেরকেও উন্নয়ন বঞ্চিত থাকতে হবে না। কারণ প্রতি বছর সরকার থেকে যে পরিমাণ বরাদ্ধ আসে তা সততার ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করা হলে লামাকাজী মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে। সর্বোপুরী আমার কাছে জনগণের হক (অধিকার) শতভাগ সুরক্ষিত থাকবে।

লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির, কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আফতাব উদ্দিন মাষ্টার, আওয়ামী লীগ নেতা অতুল দেব, শামসুল হক মোল্লা, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি প্রদীপ কুমার দেব, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আহমদ, প্রবাসী নিজাম উদ্দিন, সংগঠক লুৎফুর রহমান বাবুল, নজরুল মিয়া।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রব, প্রচার সম্পাদক মোক্তার আলী, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন খান পংকি, আবুল খায়ের লালা মিয়া, সিরাজুল ইসলাম, রইছ উদ্দিন, আব্দুস বাসিত, মামুন মিয়া, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুক মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ছমির, শ্রমিক লীগ নেতা হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, প্রবাসী এবাদুর রহমান বুলু মিয়া, ছাত্রলীগ নেতা আকমল হোসাইন, মিয়াদ আহমদ, আকবর হোসাইন, মিজানুর রহমান, কাজল তালুকদার, রহমান, ফয়ছল, হাসান আল মামুন, মাহবুব হাসান, বখতিয়ার, আলম প্রমুখ এবং আওয়ামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।