সিলেটজুড়ে ককটেল বিস্ফোরণ, আগুন ও গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভোটের আগের দিন রাতে ওইসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ছুটে গেছেন ঘটনাস্থলে। এসময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন অনেক পুলিশ। আইনিশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে গভীর রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সিলেট জেলার অন্তত ৭টি স্থানে, হবিগঞ্জ ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে ওইসব ঘটনা ঘটে। সিলেটের কানাইঘাটে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ঘটেছে ত্রীমুখি সংঘর্ষ। এতে পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। হবিগঞ্জে সিরিজ ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাধার সম্মুখিন হয় পুলিশ।
সিলেটের অন্তত ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত আটটার পর এসব ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, সদর উপজেলার টুকেরবাজার, টুলটিকর এলাকা; নগরের টিবিগেট, ইলেকট্রিক সাপ্লাই এলাকাসহ অন্তত ছয়টি স্থানের ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঊর্মি রায় রাত নয়টার দিকে সংবাদ মাধ্যমকে জানান, তার উপজেলার সিলামে কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
তবে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগর ও সদর উপজেলার কয়েকটি স্থানে ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে সেসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আছে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রগুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা টায়ার, কাঠ কিংবা বিভিন্নভাবে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ‘ভোট চোর ভোট চোর, এই সরকার ভোট চোর’, ‘প্রহসনের ভোট মানি না, মানব না’ বলে ¯েøাগান দেয়।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সংবাদ মাধ্যমকে জানান, সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ও হাজী আবদুস সাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলাজুড়ে কড়া নজরদারি রাখছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ককটেল নয়, দুর্বৃত্তরা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি জানিয়েছেন।
কানাইঘাট:
সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে জেলার কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোট বর্জনের আহŸান জানিয়ে সুরইঘাট বাজারে মশাল মিছিল বের করেন। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চড়াও হলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ সকল পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
শান্তিগঞ্জ :
শানিবার রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৮ টায় ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনাটি ঘটে। তবে, কারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫/২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাচে ঢিল ছুঁড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাংচুর করে। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরো দু’একটি সিএনজিও ভাংচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।
হবিগঞ্জ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শনিবার রাতে জেলা নির্বাচন অফিসসহ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, যা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে শহরবাসীর মধ্যে। শায়েস্তানগর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের পর শনিবার রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থান নেন পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।