ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

সিলেটে এক কোটি গাছ লাগানোর প্রতিশশ্রুতি দিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

রিমা বেগম, সিলেট: | প্রকাশের সময় : বুধবার ৭ জুন ২০২৩ ০৬:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন


প্রকৃতির কন্যা সিলেট। সুন্দরী সিলেট। এসব নামে ডাকা হতো সিলেটকে। কিন্তু এখন সিলেটের সৌন্দর্য নেই। সব মলিন হয়ে গেছে। ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া সিলেটের সৌন্দর্যকে। এই সৌন্দর্য ফিরিয়ে আনতে সিলেট নগরীতে এক কোটি গাছ লাগানো হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠা পাবে গ্রিন সিলেট। সিলেট শহরতলির মেজরটিলার ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীনত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ওই বক্তব্য দেন।

এই জনসভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আলেক মিয়া, রিনা বেগম প্রমুখ।

নৌকার পক্ষে স্বাস্থ্যসেবী ও শিক্ষার্থীদের সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল  এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, সিলেটে নেমেই আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। বুঝেছি আগামী ২১ জুন জনগন আনোয়ারুজ্জামান চৌধুরীকেই বেছে নিবেন। আর যদি তা হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের স্মার্ট সিলেট উপহার দিবেন। দেশে-বিদেশে রাজনীতির ক্ষেত্রে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, শেখ হাসিনার নির্দেশে কাজ করলে তিনি অবশ্যই স্মার্ট সিলেট উপহার দিতে সক্ষম হবেন। সিলেটে অন্যান্য যারা মেয়র পদে প্রার্থী হয়েছেন তাদের চেয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক ভালো প্রার্থী।

মঙ্গলবার (৬ জুন) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে সিলেটের সর্বস্থরের স্বাস্থ্য সেবী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো  বলেন, বিএনপি নির্বাচনে এলে এখানে হয়ত একটা ভালো ফাইট হতো। কিন্তু তারা আসেনি। তাই বলে আমাদের বসে থাকার সুযোগ নেই। কাজ করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত এক নির্বাচনে আমি দেখেছি, জামায়াত বিএনপির প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং অল্প ভোটের ব্যবধানে তারা তা করতে সক্ষম হয়েছে। এখানেও এমনটি হতে পারে। তাই ডাক্তার নার্স ব্রাদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর তাহলেই আনোয়ারের পক্ষে জয় আসবে। সবাইকে নির্বাচনের দিন নৌকা প্রতিকে প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে। সাথে সাথে সাধারণ মানুষও যাতে নৌকায় সহজে ভোট দিতে পারেন সে ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই জয় নিশ্চিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের প্রশ্নে আপস করবো না। জীবন দিয়ে হলেও সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবো।

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকার সবচেয়ে সাফল্য অর্জন করেছে মহামারি করোনাকালীন সময়। যখন বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভ্যাকসিন নিতে পারেনি।তখন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় এদেশের প্রতিটি অঞ্চলে করোনা ভ্যাকসিন পৌঁছে দেয়া হয়েছে। আর করোনাকালের সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসকদের নাম সবার প্রথম আসে। কারণ জীবন বাজি রেখে তারা মানুষকে সেবা দিয়েছেন।তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু সংখ্যক চিকিৎসক-কর্মচারীর ব্যবহারে লোকজন কষ্ট পেয়ে থাকেন।রোগীদের সাথে ভালো ব্যবহার করে তাদের সেবা নিশ্চিত করা উচিত।

সভায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা.মো. ইহতেশামুল হক চৌধুরীর সভাপত্বিতে  ও ডা. রকিবুল হাসান জুয়েলের পরিচালনায় প্রধান ব্ক্তার বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেচ্ছা হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানসহ নেতৃবৃন্দ।

আনোয়ারুজ্জামানের সমর্থনে ৮নং ওয়ার্ডে সভা
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ৮নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রবীণ আওয়ামী লীগ নেতা মুরব্বি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক খান রাজার সভাপতিত্বে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো সফায়ত খান এর পরিচালনায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, মাসুক মিয়া, মীর আব্দুল করিম পাখি, প্রদিপ কুমার ঘোষ, যুগ্ম আহবায়ক ডা. অরুণ কুমার দেব, ময়ফল রাজা বাদশা, মনিরুজ্জামান সেলিম, প্রফেসর আবু তাহের।

উপস্থিত ছিলেন, আব্দুল মালিক পুকন, সিরাজ উদ্দিন, আব্দুল গফুর, হাজী সেলিম, বলাই দত্ত, কানাই দত্ত, আব্দুল জলিল, জাহেদুর রহমান জাহেদ, ইমারত হোসেন, হাজী আব্দুস সালাম, অতুল দেব, শুভাস দেব, স্বপন দাস, মনসুর খান বাদশা, মাসুম আহমদ, রতন মজুমদার, বশির খান লাল, জুয়েল আহমদ, সুলতান আলী মনসুর, জহির মিয়া, দবির খান, তানভীর আহমদ, সুজেল তালুকদার, ফয়সল কাদির, হাজী তুরণ চৌধুরী, ফাতেমা জান্নাত, নাছরিন আহমেদ নুপুর, মো. আব্দুল হক, সার্জেন্ট আবুল হোসেন, এড সায়াদুর রহমান, রিয়াজ খান, অপরেশ কুমার দাস, জাবেদ আহমেদ, আলাউদ্দিন আহমদ, সেলিম, আহমেদ, খালেদ আহমদ, এড এমদাদুল হক জাহেদ, জিয়াউল হক জিয়া, শহিদুল ইসলাম পলাশ, সৈয়দ নজরুল ইসলাম, রতি লাল দাস, মিঠু মোহন দেব, লিটন পাল, এড মনির উদ্দিন, ঝলক পাল, কাওসার আহমদ, কাদির খান, সুমন পাল, রাকিব খান, সৈয়দ মাহফুজ আলী, সালমান খান রাজিক,  জাওয়াদুল করিম মেহেদী, সুমন আহমদ, নাহিদ হোসেন খান, ইমন দত্ত, সাগর সরকার, মর্তুজা ইসলাম জিহাদ, আবুল কায়সার সাকিব প্রমুখ।