টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার রাতেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনে অংশ নিতে দুবাই গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকায় ফিরেছেন গত রাতেই। শুক্রবার সকালে সিলেট পৌঁছেছেন তিনি। পৌঁছেই দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পা রাখেন। এরপর টিম হোটেলে যোগ দিয়ে সতীর্থদের সঙ্গে আসেন দলীয় অনুশীলনে। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ঝালিয়ে নেন নিজেকে।
কাল শনিবার থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে সিরিজ। এরআগে আজ বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় সকাল ১০টায়।
কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে মাঠে প্রবেশের পর একে একে দলের বাকিরা যোগ দেন অনুশীলনে।
সাকিব ঢোকেন একটু পরই। ঢুকেই সোজা চলে যান উইকেট দেখতে। দলের সবাই ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। সাকিবও যোগ দেন তাদের সঙ্গে। ফুটবল খেলা শেষ হতেই হাথুরুসিংহের সঙ্গে উইকেট দেখতে যান অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। একটু পর সেখানে সাকিবকে ডেকে নেন তামিমও। বেশ কিছুক্ষণ আলোচনা করেন তারা।
শনিবার এ মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ।