ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

সিলেটে ভোট উৎসব

রিমা বেগম, সিলেট : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ১২:১৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

রোববার সকাল থেকে সিলেটে ভোট উৎসব হয়েছে। শীতের কারণে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে  ভোটার উপস্থিতি তেমন একটা পরিলক্ষিত হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ভোটার উপস্থিতি।  সিলেটের ৬টি আসনের ১ হাজার ১৩টি কেন্দ্র।

 

সিলেট-১ আসনের সিলেট সিটি করপোরেশন এলাকার দূর্গা কুমার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা বাড়ার পর ভোটার উপস্থিতি বৃদ্ধি পায়। সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন কেন্দ্র ভোটারদের সরব উপস্থিতি। কেন্দ্রগুলোর সামনে আইনশৃঙ্লাবাহিনী সতর্কাবস্থায়। একই চিত্র ছিল সিলেট-৩, সিলেট-৫ ও সিলেট-৬ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে। সিলেটের ৬টি আসনে মোট প্রতিদ্ব›দ্বী প্রার্থী ৩৪ জন।

 

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (নৌকা), সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।

 

সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।

 

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান (লাঙল), বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশ (বিএমএ)-এর মহাসচিব- আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক), বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম  (ঈগল)।

 

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।

 

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ (নৌকা), বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (কেতলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির (ট্রাক), তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. বদরুল আলম (ডাব) এবং  বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম (হাত-পাঞ্জা)।

 

সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)।

 

সিলেট বিভাগের হেভিওয়েট প্রার্থীরা আগে ভাগেই ভোট কেন্দ্রে গেছেন। ভোট দিয়েছেন। কেউ কেউ সস্ত্রীক ভোট কেন্দ্রে গেছেন ভোট দেয়ার জন্যে। ভোট শেষে  ভোটারদের সাথে অনেক প্রার্থী কুশল বিনিময় করেছেন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (নৌকা) বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন সকাল ৯টা ৫০ মিনিটে এবং ভোট দেন ১০টায়। ভোট দেয়ারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতির কিছুটা কম হতে পারে। এসময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে  ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

দ্বাদশ জাতীয় সংসদ স্বস্ত্রীক ভোট দিয়েছেন নির্বাচনে সিলেট-৩ আসনের নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। রবিবার সকাল ৯টায় কামালবাজারের  ধরগাঁও জালালিয়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

 

নিজ এলাকা বিশ্বনাথে ভোট দিয়েছেন সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। রবিবার সকাল ৮টায় তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

 

 

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিয়েছেন। রবিবার সকাল ৯টায় বিয়ানীবাজার মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তাঁর সহধর্মিনী, ছেলে ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট প্রদান করেন।

 

 

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি জকিগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের ফুলতলী মাদরাসা কেন্দ্রে গিয়ে ভোট দেন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ (ব্যারিস্টার) সায়েদুল হক সুমন। তিনি জানান, ভোট দেয়া নিয়ে তিনি খুব টেনশনে ছিলেন। রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে ভোট কেন্দ্রে উপস্থিত হন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঠিক ৮টায় হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট দেন তিনি। ভোট দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সবকিছু শেষ করে আজকে নির্বাচনের দিনে আমরা উপস্থিত হতে পেরেছি কোনও ঝামেলা ছাড়াই। সহিংসতা বা কোনও ঝামেলা ছাড়াই এখন পর্যন্ত ভোট চলছে। আমি আমার ভোট দিয়েছি। এ কদিন খুব একটা টেনশনে ছিলাম যে, কুয়াশা থাকে। আজকের দিন সাড়ে ৭টা থেকে একেবারে উজ্জ্বল। দিনের আলো এবং সূর্যের আলো। আমার কাছে মনে হয়েছে, আমার এলাকারও একটা নতুন আলোকিত হওয়ার দিন আজকে।’ স্বতন্ত্র এ প্রার্থী আরও বলেন, ‘এখনও পর্যন্ত মনে হয় পরিবেশ শান্ত আছে। বাকিটা যত দিন গড়াবে, তখন দেখা যাবে। আপনাদের সামনে আসবো আবার। সারা দেশে আমি খুবই ভাগ্যবান যে, সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমি। আমি ফুটবল নিয়ে কাজ করি তো অনেকদিন ধরে। বিভিন্ন এলাকায় যাই। ওখানে হাজার হাজার লক্ষাধিক মানুষ হয়। তো সাড়া পাওয়ার ব্যাপারটা, বাইরে থেকে আগের থেকেই ছিল। আর নির্বাচনের কারণে আমার নিজের এলাকায় নিজের চোখে দেখতে পারছি। এটা নির্বাচনে না আসলে দেখতে পেতাম কিনা সন্দেহ। এটা অভূতপূর্ব সাড়া।’

 

হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। শিল্প-কারখানা ও চা বাগান অধ্যুষিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৮৮৪, নারী ২ লাখ ৫৪ হাজার ৪২৩ এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার।

 

হবিগঞ্জ ৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে নৌকার প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিয়েছেন। তিনি মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা। রবিবার সকাল সোয়া ৮টায় তিনি নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দিন। তিনি সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বড়লেখা পৌরসভার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।