ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটে মণিপুরী লেখক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ০৯:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বাংলাদেশে মণিপুরী ভাষা ও সাহিত্য নিয়ে যারা কাজ করেন তাঁদেরকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘মণিপুরী লেখক সমাবেশ, বাংলাদেশ ২০২১’।

শুক্রবার বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের উদ্যোগে এবং সংসদ সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত মণিপুরী লেখক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচুয়েল প্রর্পাটি মিউজিয়ামের পরিচালক এইচ. তনুবাবু, লেখক গবেষক আবদুস সামাদ, ইমা বাংলাদেশের চেয়ারম্যান খোইরোম ইন্দ্রজিৎ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদে কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র।

সিলেটের নগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত লেখকবৃন্দ বাংলাদেশে মণিপুরী ভাষা ও সাহিত্যের উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নামব্রম শংকর ও সদস্য নীহার রঞ্জন শর্মার সঞ্চালনায় সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বামসাসের সহসভাপতি এল. প্রশান্ত কুমার সিংহ, কবি সনাতন হামোম, মণিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদের (মসকপ) সাধারণ সম্পাদক উত্তম সিংহ রতন, ইনাৎ পাব্লিকেন্সের পরিচালক শেরাম নিরঞ্জন, মণিপুরী মুসলিম ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপন, মণিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের সদস্য সচিব মাইস্নাম রাজেশ, কবি আওয়াংতবাম সমরেন্দ্র, কবি থোঙাম সঞ্জয়, তিউড়ি প্রকাশনের স্বত্বাধিকারী কবি মাইবম সাধন, কবি কৈনাহন দেবী, রওশন আরা বাঁশি খূৎহৈবম, পি. মিনতি দেবী, বামসাসের কোষাধ্যক্ষ কুঞ্জেশ্বর সিংহ, কেএইচ. সমেন্দ্র সিংহ, মণিপুরী লাইব্রারি এন্ড রিসার্স সেন্টারের পরিচালক অয়েকপম অঞ্জু প্রমুখ।

সভায় বাংলাদেশে মণিপুরী সাহিত্য চর্চাকে আরো গতিশীল এবং ফলপ্রসূ করার লক্ষ্যে মণিপুরী গ্রন্থমেলার আয়োজন, প্রকাশনা, নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন, অনুবাদকর্মের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে সিলেটের লেখকবৃন্দ ছাড়াও ঢাকা, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও জুড়ী উপজেলা এবং হবিগঞ্জ জেলার বিশগাঁও অঞ্চলের ৪০ জন কবি-লেখক উপস্থিত ছিলেন।