ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সিলেটের কৈলাশটিলায় পরিত্যক্ত কূপে মিললো গ্যাস

আবদুল আহাদ, গোলাপগঞ্জ: | প্রকাশের সময় : বুধবার ২৭ এপ্রিল ২০২২ ০৪:২৭:০০ অপরাহ্ন | জাতীয়

সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রটির পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। এই ক্ষেত্রের ৭ নম্বর কূপটিতে নতুন করে গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স।

গত দুই দিন ধরে কৈলাশটিলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে। যা থেকে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছন, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া গেছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটিতে আগের পাইপলাইনসহ সব অবকাঠামানো এখনও আছে। তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।

এর আগে ২০১৭ সালে কৈলাশটিলার ওই ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।

উল্লেখ্য, ১৯৬২ সালে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে। গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এখন মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট উত্তোলন হচ্ছে।