চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক বসতঘর (কলোনী) পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে স্বর্ণালংকার, আসবাবপত্রসহ আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৫ মার্চ (শনিবার) দুপুর আড়াইটায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলস্থ কেশবপুর গ্রামের সুলতান চৌধুরীর কলোনীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুপুরে সুলতান চৌধুরীর কলোনীর একটি বসতঘরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এসময় মূহুর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুনে ৫১ টি পরিবার সম্পুর্ণ নিঃস্ব হয়ে যায়।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য জহিরুল আলম বলেন, এটি একটি কলোনী। এখানে ৫১ টি পরিবার বসত করতো। আগুনে পুরো কলোনী পুড়ে ছাই হয়ে গেছে। একটি খড়কুটাও রক্ষা করা যায়নি।
আগুনে নিঃস্ব হওয়া আয়শা বেগম বলেন, আমি জায়গা কেনার জন্য ব্যাংক ঋণ নিয়ে আট লাখ টাকা ঘরে রেখেছি। আগুনে টাকাসহ আমার সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি কোথায় যাব? এ বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। প্রাথমিকভাবে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।