ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে দুদিনের বাস ধর্মঘটের ডাক

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ ০৫:০৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



বিভিন্ন দাবিতে সিলেটের পর আরো তিনটি জেলায় পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ মালিক ও শ্রমিকরা। ওই তিনটি জেলা হচ্ছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

সুনামগঞ্জ  জেলায় শুক্র ও শনিবার এ দুদিন বাস-মিনিবাস চলবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সমিতির বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

মৌলভীবাজারে দুদিন (শুক্র ও শনিবার) বাস ধর্মঘটের ডাক দেন স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। হবিগঞ্জ জেলা মটরমালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, ‘হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে বাস চলাচলের ক্ষেত্রে নবীগঞ্জ প্রশাসন বাঁধা প্রদান করছে। যানজটের অজুহাতে সরকার নির্ধারিত স্থান ছালামতপুরে বাস নিয়ে যেতে দিচ্ছে না। এছাড়া সড়কে অবৈধ যানবাহনের কারণেও বাসগুলো বিভিন্নভাবে হয়রাণির শিকার হচ্ছে। তাই শুক্রবার সকাল থেকে জেলা মটরমালিক গ্রুপের আওতাধিন সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হবিগঞ্জ জেলা মটরমালিক গ্রুপ একটি অরাজনৈতিক সংগঠন। তবে এই সংগঠনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা রয়েছে। আমরা কোন রাজনৈতিক কর্মসুচি বা কর্মকাণ্ডে নাই। আমরা ব্যবসায়িক কর্মকাণ্ডে রয়েছি।’

অভিযোগের বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহারীয়ার বলেন, ‘আমি যোগদানের পূর্বেই শহরে যেন বাস না ঢুকে এ জন্য ইউএনও, উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং পরিবহণ নেতাদের মধ্যে বৈঠক হয়েছিল। সেখানে তারা যেন বাস নিয়ে শহরে প্রবেশ না করে এর জন্য অনুরোধ করা হয়। এরপরও তারা শহরে বাস নিয়ে ঢুকার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘এমনিতেই শহরে প্রচুর জ্যাম থাকে। তাই কোনভাবে শহরে বাস ঢুকতে দেয়া হবে না।’