ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জ সদরেরর ৯টি দক্ষিণ সুনামগঞ্জে ৬টিতে নৌকার ভরাডুবি

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ১১:৫১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীদের শোচনীয় ভরাডুবি ঘটেছে। এখানে চমক দেখিয়েছে জাতীয় পার্টি। দুইটি ইউনিয়নে জাপার প্রার্থী বিজয়ী হয়েছে ও দুই ইউনিয়নে জাপার এমপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 
 
এদিকে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের ছয়টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। মাত্র দুটিতে জয় পেয়েছে নৌকা।  ক্ষমতাসীন দলের জয় জয়কারের এই যুগে নৌকার এমন ভরাডুবিতে জেলা আওয়ামী লীগ নেতৃত্বের তীর্যক সমালোচনা করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। রবিবার দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে। 
 
প্রাপ্ত তথ্যমতে, সদর উপজেলার নয়টি ইউনিয়নের সবগুলোতে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি, আওয়ামী লীগের বিদ্রোহী, জমিয়ত ও বিএনপির সতন্ত্র প্রার্থীরা। 
 
তথ্যমতে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নে জাপার  শওকত আলী, জাহাঙ্গীরনগর ইউনিয়নে জাপার রশিদ আহমদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। কুরবান নগর ইউনিয়ন ও মোল্লাপাড়া ইউনিয়নে জাপার স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ সমর্থিত প্রার্থী যথাক্রমে আবুল বরকত ও নূরুল হক বিজয়ী হয়েছেন। ইভিএম ভোটে  লক্ষণশ্রী ইউনিয়নে বিএনপির সতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন।
 
 অপরদিকে কাঠইর ইউনিয়নে জমিয়তের মুফতি শামসুল ইসলাম জাপার ফারুক মেনরকে হারিয়ে চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন। উপজেলার সুরমা ইউনিয়নে জাপার প্রার্থী সিরাজুল ইসলামকে হারিয়ে  চেয়াপরম্যান পদে  বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা। একইভাবে রঙ্গারচর ইউনিয়নে জাপার ফয়জুর রহমানকে অল্প ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পুননির্বচিত হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হাই। মোহনপুরে নৌকার শীতেষ তালুকদার মঞ্জুকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী মঈনুল হক।
এদিকে, রবিবারের ভোটে একইভাবে নৌকার ভরাডুবি ঘটেছে একসময়ের সদর উপজেলা থেকে নতুন উপজেলা হওয়া শান্তিগঞ্জেও।
 
প্রাপ্ত তথ্যমতে, এ উপজেলার আটটি ইউনিয়নের দুটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী, চারটিতে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। দুটি ইউনিয়নে জয়ী হয়েছে নৌকা। এ উপজেলার, শিমুলবাঁক ইউনিয়নে শাহিনুর রহমান,, জয়কলসে আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলায় মাসুক মিয়া ও পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম বিজয়ী হয়েছন। উপজেলার দরগাপাশায় সুফি মিয়া ও পশ্চিম বীরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান জায়গিরদার জয়ী হয়েছে। এছাড়া পূর্ব বীরগাঁওয়ে রিয়াজুল ইসলাম ও পশ্চিম পাগলায় আওয়ামী লীগের জগলুল হায়দার জয় পেয়েছেন।
 
উল্লেখ্য, ররিবার তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১১ জন ও সাধারণ সদস্য পদে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  দুটি উপজেলার মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৭ হাজার ৫৯৪ জন।