ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

সুনামগঞ্জে আব্দুল জব্বার ফাউন্ডেশন'র স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, | প্রকাশের সময় : শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ০২:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
 
সুনামগঞ্জে গবিন্দপুরে আব্দুল জব্বার ফাউন্ডেশন'র উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গবিন্দপুর মাষ্টার বাড়িতে জাহান ফার্মার নির্বাহী পরিচালক ও অত্র ফাউন্ডেশন'র পরিচালক মনজুরুল মাআবুদ এর ব্যবস্থাপনায় ও মাইক্রো- ল্যাব ডায়গনষ্টিক সেন্টার এর সৌজন্যে শাতাধিক রোগীদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণে প্রধান অতিথি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট এর স্বাস্থ্য উপ পরিচালক (অবঃ) এ কে এম আব্দুস সোবহান, জাহান ফার্মার নির্বাহী পরিচালক ও অত্র ফাউন্ডেশন'র পরিচালক মনজুরুল মাআবুদ, ইত্তেফাক ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি মোঃ বুরহান উদ্দীন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্টার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, আমরা ফাউন্ডেশন ও অরফান ওয়েল ফেয়ার নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা মো. জাকারিয়া জামান। এ সময় উপস্থিত ছিলেন খালেদ আহমদ, একমি ল্যাবরেটরিজ লিঃ এর সুনামগঞ্জ অঞ্চল বিক্রয় ব্যবস্থাপক মোহন লাল তালুকদার, ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস অঞ্চল বিক্রয় ব্যবস্থাপক অজিত চন্দ্র বর্মন, বিক্রয় ও অপসো স্যালাইন লিমিটেড'র বিপনন কর্মকর্তা গোলাম রব্বানী প্রমূখ।