ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

স্মৃতিসৌধ এ প্রভাত ফেরিতে মানুষের ঢল

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি সদর: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ০৫:৪৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

প্রভাত ফেরিতে খাগড়াছড়ি স্মৃতিসৌধে মানুষের ঢল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর ) প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের দেওয়া ফুলে ইতোমধ্যে ভরে গেছে স্মৃতি সৌদ বেদি।

শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আগত সবাই বহন করছেন ১৯৭১ সালের বিজয়ের স্মৃতিচিহ্ন। তাদের মধ্যে অনেকের ব্যানারে লেখা ‘১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি'

লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি। ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এদেশের মাটিতে মিশে আছে শহীদের রক্ত। পাক - বাহিনীর হাতে সম্মান বা বশ্যতা স্বীকার হয়েছে হাজারো মা - বোন।  ১৯শ একাত্তর সালে ১৬ই ডিসেম্বর এ দিনে পাকিস্তানি বাহিনী বাংলা মায়ের দামাল ছেলেদের কাছে আত্ম সমর্পণ করে। তাই এ দিনটি বাঙালি জাতি দের ভুলার নয়। এ মহান বিজয় দিবস টি আমাদের অহংকার।

 

খাগড়াছড়ি সদর চেঙ্গী স্কোয়ার এলাকায়  স্মৃতিসৌধে প্রভাত ফেরিতে একে একে শ্রদ্ধা জানাতে আসে খাগড়াছড়ির জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট খাগড়াছড়ি, বিভিন্ন এনজিও সংস্থা এবং স্কুল - কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী,
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,  সেনা, আনসার, পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে স্মৃতিসৌধে
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রত্যেকে।