ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

হবিগঞ্জে তেলের দাম বেশি রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১৩ মে ২০২২ ১১:২৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়।


শুক্রবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে উপজেলার আসামপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানকে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি টিম।


সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে বেশি দামে তেল বিক্রয়, মুল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের কারনে মেসার্স সোহেল স্টোরকে ৪ হাজার, মেসার্স ব্রজলাল স্টোর কে ৩ হাজার, মেসার্স সুমন স্টোরকে ৩ হাজার ও মেসার্স পন্ডিত স্টোরকে ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়াও অভিযানকালে প্রায় তিনশ লিটার আগের দরের তেল পুর্বের মুল্য ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।