হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাসপাতালে কর্মরত সহকর্মীরা। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিনের বেলা সাইফুলকে যেভাবে হত্যা করা হয়েছে এতে হাসপাতালের অন্য সহকর্মীরাও আতঙ্কে রয়েছে। অবিলম্বে সকল খুনীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। মানববন্ধনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকারসহ চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ, গত ২৮ ডিসেম্বর দুপুরে শহরের টাউনহল এলাকায় তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেটে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকান্ডের পর বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠে হবিগঞ্জ। সাইফুল হত্যাকান্ডের দায়েরকৃত মামলায় এ পর্যন্ত দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। যদিও মূলহোতা এখনও রয়েছে অধরা।