ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার ক্রেমলিনে দেওয়া ভাষণে এ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুতিন বলেন, 'আমরা মধ্যপ্রাচ্যে স্পষ্টত একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভুল নীতির একটি উৎকৃষ্ট উদাহরণ।'
রুশ প্রেসিডেন্ট বলেন, 'দুর্ভাগ্যবশত তারা (মার্কিন প্রশাসন) উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে বের করার বিষয়ে উদ্বিগ্ন না। বরং তারা উভয় পক্ষের ওপর নিজেদের ধারণা চাপিয়ে দিতে চাইছে।'
এ সংকটের সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন বলেও ভাষণে উল্লেখ করেন পুতিন। এসময় বেসামরিক জনসংখ্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।
হামাসের হামলায় গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি।
গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।