ইসরায়েল জানিয়েছে, ভূমধ্যসাগরে হিজবুল্লাহর তিনটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় ইসরায়েলি একটি গ্যাস রিগের দিকে যাওয়ার সময় ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহর ওই ড্রোনগুলো লেবানন থেকে উড্ডয়ন করা হয়েছিল। সেগুলোকে শনাক্ত করার পর যুদ্ধবিমান ও জাহাজ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করে নামানো হয়।
এ ঘটনার পর দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ড্রোন উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। মূলত কারিশ গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। মার্কিন জ্বালানি বিষয়ক দূত আমোস হোচস্টেইন দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি করতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছেন।
ইসরায়েল বলেছে, গ্যাসক্ষেত্রটি সে দেশের জাতিসংঘ-স্বীকৃত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে। তবে লেবাননও এর কিছু অংশে দাবি করে থাকে।