ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

হিলিতে যুবদলের’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৪:২২:০০ অপরাহ্ন | জাতীয়

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাকিমপুর পৌর ও থানা শাখা নেতা-কমীরা।

 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দালীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় দলীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

 

এসময় হাকিমপুর থানা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক নাজমুল হোক, যুগ্ম- সাধারন সম্পাদক জুয়েল হোসেন, থানা যুবদলের আহবায়ক সাহ আলোম, যুগ্ম আহবায়ক তাজ, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব আলী মর্তুজা , থানা ছাত্রদল আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন, দুলাল হোসেন, কাউসার রহমানসহ  আরো অনেক উপস্থিতি ছিলেন।