ঢাকা, সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

‘ঢাকায় বসে পড়ার’ হুঁশিয়ারি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জুলাই ২০২৩ ০৪:২২:০০ অপরাহ্ন | রাজনীতি

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির আল্টিমেটামের জবাবে পাল্টা রাজপথে বসে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে শেখ ওয়ালী আসিফ বলেন, লাখো জনতার সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই- কথায় কথায় বলেন, ঢাকায় বসে পড়বেন। আমরাও বলতে চাই, বাংলাদেশের সংবিধানের বাইরে এক চুল যদি নির্বাচন করার চিন্তা ভাবনা আপনারা করে থাকেন, কোটি কোটি আওয়ামী লীগের লোক আমরাও ঢাকায় বসে পড়ব। আমরা দেখব কত ধানে কত চাল।

তিনি বলেন, আল্লাহও চান না এই রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় আসুক।  

বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ শান্তি সমাবেশ শুরু হয়।

তিন সংগঠনের এ যৌথ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঞ্চে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে যোগ দিয়েছেন।

দুপুরের মধ্যে সমাবেশস্থল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটসহ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, গুলিস্তান মোড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।