ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

শ্রীমঙ্গলে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত, ১০ দিনে কুকুরের কামড়ে আহত ৪৫

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ জুন ২০২৪ ০৮:৪৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে গত ১০ দিনে ৪৫ জন আহত হয়েছেন। গত ১ জুন থেকে আজ ১০ জুন পর্যন্ত কুকুরের কামড়ে ৪৫ জন আহত হন।

সোমবার ১০ জুন ২০২৪ ইং, শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের রেজিষ্টার অনুযায়ী দেখা যায়, কুকুরের কামড়ে আহত ৪৫ জনকে চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে। আজ দুপুর ১২টায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা এবং ভ্যাকসিন দেয়া হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, কুকুর থেকে সতর্ক থাকার জন্য সকলকে সচেতন করতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। তিনি আরো বলেন, এমন কোন কুকুরের সন্ধান পেলে তাৎক্ষনিক উপজেলা প্রাণিসম্পদ অফিসকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, কুকুরটিকে ধরতে আমরা দিনরাত কাজ করছি। বিভিন্ন স্থানে আমাদের লোক কুকুরটিকে সনাক্ত করে ধরতে কাজ করছে বলে তিনি জানান।