জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতার সৃষ্টি হয়। ফলে দেশের সম্পদ ও জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে সরিষাবাড়ী থানার এস আই আনোয়ার হোসেন ২২ জুলাই ৩২ জনের নামোল্লেখসহ আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, তার ইউনিয়নের বিএনপি ও জামায়াত-শিবিরের তালিকাভুক্ত ৩ জনকে পুলিশ আটক করেছে। সরিষাবাড়ী থানার অফিসার ইন চার্জ মুশফিকুর রহমান ৭ ব্যক্তি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।