ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১
১৯ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

সরিষাবাড়ীর যমুনায় বিপদ সীমার ১১৯ সে:মি: উপরে বইছে পানি

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : সোমবার ৮ জুলাই ২০২৪ ০৮:৫০:০০ অপরাহ্ন | ময়মনসিংহ

জামালপুরের সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদ সীমার ১১৯ সে:মি: উপরে বইছে বন্যার পানি। এ কারণে প্রাথমিকের ১৯ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মাধ্যমিকের অন্তত ৫ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধের উপক্রম হয়ে পড়েছে। মানুষজন ও গবাদিপশু চরম দুর্যোগে পতিত হয়েছে। বীজতলা ও শাক-সবজিসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বন্যা কবলিতদের মাঝে ত্রাণের চাল বিতরণের প্রস্তুতি চলছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল সকাল পর্যন্ত সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদ সীমার ১১৯ সে:মি: উপরে পানি প্রবাহিত হচ্ছিল। নতুন নতুন এলাকা প্রাবিত হয়ে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বিষয়টি পাউবো’র নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, বন্যার কারনে ইতোমধ্যেই প্রাথমিকের ১৯ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ জানান, বন্যা পরিস্থিতে মাধ্যমিকের চর সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়, ছাতারিয়া ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়, মালিপাড়া উচ্চ বিদ্যালয়, যমুনা উচ্চ বিদ্যালয়সহ অন্তত ৫ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধের উপক্রম হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, মানুষজন ও গবাদিপশু চরম দুর্যোগে পতিত হয়েছে। বীজতলা ও শাক-সবজিসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, বন্যা পরিস্থিতিতে  ইউপি চেয়ারম্যানদের নিকট ইউনিয়ন ভিত্তিক বন্যা কবলিত পরিবারের সঠিক তথ্য চাওয়া হয়েছে। এ তথ্য অনুযায়ী জেলা প্রশাসকের নিকট চাহিদা পাঠানো হবে। সেখান থেকে চাহিদা মোতাবেক  বরাদ্দকৃত চাল আসবে। পরে তা বন্যা কবলিতদের মাঝে বিতরণ করা হবে।