ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ অগাস্ট ২০২৪ ০৯:২২:০০ অপরাহ্ন | ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় সাংবাদিক মোশারফ হোসেন শুভ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। সাবেক এমপি’র ছেলে এহসানুল আহমেদ রিফাত,  এজিদুল হক, মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ,  মোঃ মাহবুবুল আলম রাকিব ও মোঃ আলমাছসহ ৬/৭ জনকে আসামী করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯। তারিখ ২২/০৮/২০২৪ইং।

মামলা বিবরণে জানাযায়, সদ্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মালেক সরকারের অনিয়ম দুর্নীতি ও এমপি/মন্ত্রীরাইত ক্যাডার পালবে এমন ফোন রেকর্ড প্রচার করায় গত ২২ জুলাই রাত অনুমান ১১ টায় সাংবাদিক মোশারফ হোসেন শুভকে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ মহাসড়কের উপর জিন্নাহ হলের সামনে হত্যার উদেশ্যে হামলা করে। এমপি’র পুত্র এহসানুল আহমেদ রিফাত সরকারের হুকুমে প্রথমে এজিদুল হক ও জাহাঙ্গীর আলম আকন্দ পিস্তল ঠেকিয়ে পথ রোধ করে। আলমাছ, মোঃ মাহবুবুল আলম রাকিব সহ অজ্ঞাতনামা ৬/৭ জন ধারালো খুর, সুইচ গিয়ার চাকু ও চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে অর্তকিতভাবে হামলা চালায়। পরে প্যান্টের পকেটে থাকা নগদ-৮০ হাজার টাকা, এন্ড্রয়েট মোবাইল ফোন ভাঙ্গে ফেলে। সাথে থাকা একটি পেন-ড্রাইভ যাহাতে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম দূর্নীতির তথ্য চিত্র সম্ভলিত সাক্ষাৎকার ও চাঞ্চল্যকর শুভ হত্যার স্থানীয় জনতার সাক্ষাৎকার সহ গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র রয়েছে, যাহা আসামীরা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। 

এ ব্যাপারে মোশারফ হোসেন শুভ বলেন, আসামীরা এলাকায় ঘোরাফেরা করছে। অতি দ্রুত গ্রেফতার ও সঠিক বিচার চাই।

 ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, মামলা এফআইয়ার হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।