ঢাকা, রবিবার ২৩ জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১

নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : শনিবার ১৫ জুন ২০২৪ ০২:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) নাগরপুর সদর তালতলা স্ট্যান্ড সংলগ্ন সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথমেই জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে নতুন নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়। বর্ধিত সভা পরবর্তীতে জুমার নামাজ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান।

 

নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম মাসুদুর রহমান মিলন। এছাড়াও আরো জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সহ সভাপতি আল আমিন শোভন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আরজু খান, রফি মাহমুদ শাওন সহ নাগরপুর উপজেলার অন্যান্য সাংবাদিক বৃন্দরা।