ঢাকা, রবিবার ২৩ জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৫ জুন ২০২৪ ০৩:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় আইপিএসের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

 

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর  গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

আশরাফুল একই উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর  গ্রামের সমশেরের ছেলে।

 

 

স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গতকাল বিকেলে গ্রামের বাড়িতে আসেন। সকাল থেকেই প্রচণ্ড গরম এবং বিদ্যুৎ ছিল না। তাই আইপিএসের লাইন ঠিক করতে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তার স্বজনরা দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সকালে আইপিএস ঠিক করতে গিয়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।