ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

অসাধু মাংস ব্যবসায়ীর নিকট অসুস্থ গরু বিক্রিতে এলাকাজুড়ে তোলপাড়

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : শনিবার ১৩ জুলাই ২০২৪ ০২:১৮:০০ অপরাহ্ন | ময়মনসিংহ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের শামছুল হক গতকাল রাতে অসাধু মাংস ব্যবসায়ীর নিকট অসুস্থ গরু বিক্রি করায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় দিগপাইত উপ-শহরের মধুপুর রোড়স্থ অসাধু মাংস ব্যবসায়ী হাফিজুর রহমানের ব্যবসা বন্ধ করে দিয়েছে বণিক সমিতি। 

জানা যায়, গতকাল রাতে মহাদান ইউনিয়নের করবাড়ি গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে শামছুল হক মৃতপ্রায় একটি অসুস্থ গরু মাত্র সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করেন। গরুটি দিগপাইত উপ-শহরের মধুপুর রোড়স্থ অসাধু মাংস ব্যবসায়ী হাফিজুর রহমান কিনে নিয়ে ওখানেই জবাই করেন। ওই গরুর ৫৫ কেজি মাংস তার বাড়িতে ঢুকানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই অসাধু মাংস ব্যবসায়ী হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে পঁচা-বাসি ফ্রিজজাত মাংসের পাশাপাশি রাতের আঁধারে বাইরে থেকে আনা মাংসের ব্যবসা করে আসছে। কয়েক মাস আগে পঁচা-বাসি মাংসে মাংসে আগে থেকে সংগ্রহ করা রক্ত ও কেমিকেল বা রং মিশিয়ে সদ্য জবাইকৃত গরুর মাংস হিসেবে বিক্রিকালে জনতা হাতে-নাতে ধরে ফেলে। সে সময় স্থানীয় সচেতন মহল তার অবৈধ মাংস ব্যবসা বন্ধও করে দিয়েছিল। পরে দিগপাইতে সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক শান্তিরক্ষা কমিটি ও চারটি প্রধান রোড়ের বণিক সমিতি গঠিত হয়। কিন্তু অসাধু মাংস ব্যবসায়ী হাফিজুর রহমান অধিক মুনাফা লাভের জন্য শর্ত ভঙ্গ করে আবারো অসাধু পন্থা অবলম্বন করছে। অতঃপর স্থানীয় মধুপুর রোড়ের বণিক সমিতি তার অবৈধ ব্যবসা বন্ধ করে দেয়। এ বিষয়ে অসাধু মাংস ব্যবসায়ী হাফিজুর রহমান অসুস্থ গরুর মাংসের কথা লুকিয়ে রেখে শুধুমাত্র ফ্রিজে রাখা বাসি মাংসের কথা স্বীকার করেন। মাংসের দোকান বন্ধ করে দেয়ার বিষয়েও সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে মধুপুর রোড়ের বণিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল হারুন আল-আমিন জানান, বার বার করা তার অপরাধ মেনে নেয়া যায় না। তাকে সংশোধনের জন্য অনেক সময় দেয়া হয়েছিল। কিন্তু সে সংশোধন হয় নি। তাই এবার স্থায়ীভাবে তার অসাধু ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম উজ্জ্বল জানান, ঘটনাটি শুনে মনে বড় দুঃখ পেয়েছি। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মহাদান ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার সুলতানা বেগম জানান, বিষয়টি বড়ই দুঃখজনক। শামছুল হকের মত লোভী মানুষদের শাস্তি হওয়া উচিত।