ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট শুরু

অনিক কর্মকার | প্রকাশের সময় : শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ ০১:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ১৬ জানুয়ারি শুরু হয়েছে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি/বিদেশি সদস্যসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৫০০ জন গলফার টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. শহিদুল হক (অব.), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লে. কর্ণেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন (অব.), বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আগামীকাল (১৮ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বায়ান্ন/একে