আপন ভাইয়ের বিরুদ্ধে সত্ব দখলীয় সম্পত্তি গ্রাস করার অপচেষ্টার অভিযোগ এনে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তার বড় ভাই বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনার গাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর পুত্র ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন ওরফে আব্দুল হামিদ আকন্দ।
তিনি ২৪ জুন শনিবার দুপুরে একটায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,তার আপন ছোট ভাই মোঃ জাহিদুল ইসলাম তার দখলীয় সম্পত্তি যা পৈত্রিকসূত্রে ও কবলা দলিলমূলে পাওয়া ধুনট উপজেলার নাটাবাড়ি ও চিকাশি মোহনপুর মৌজায় মোট ৩২ দশমিক ৩৩ শতাংশ জমি আছে।
হঠাৎ করেই তার ছোট ভাই গত ২৫ জানুয়ারী ২০২৩ মোঃ জাহেদুল ইসলাম নাটাবাড়ি মৌজার ২৬ শতাংশ জমির মধ্যে ও ৬ শতাংশ এবং চিকাশি মোহনপুর মৌজার বাকি ৬দশমিক ৩৩ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ দাবি করে।
তিনি জমি দিতে অস্বীকৃতি জানালে তার ভাই জাহিদুল লোকজন নিয়ে চাষাবাদে বাধা দেয়। পরবর্তীতে তিনি চিকাশি মোহনপুর মৌজার সংশ্লিষ্ট ২৬ শতাংশ জমিতে ধান চাষের জন্য চারা রোপণ করে সার দেবার সময় জাহেদুল, তার স্ত্রী মুর্শিদা খাতুন, তার ছেলে মোঃ সায়েম, শ^শুর মোসলেম উদ্দিন, শ্যালক মামুন ও জহুরুল ইসলাম ও আরো কিছু সশস্ত্র লোকজন নিয়ে বাধা দিয়ে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
জখম হবার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আহত হবার পর তিনি ২৫ জানুয়ারী ২০২৩ ধুনট থানা পুলিশের শরণাপন্ন হন। কিন্তু ধুনট থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে তিনি ২৭ ফেব্রুয়ারী ২০২৩ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দিলেও আজও থানা কোন রিপোর্ট তিনি আদালতে দাখিল করেননি।
মামলা করার কারণে তার ভাই তাকে প্রাণনাশের হুমকি ধামকি দেয় এবং ভয়ভীতি দেখায়। পরে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে শরণাপন্ন হলে আদালত প্রতিপক্ষদের প্রতি ১৪৪ ও ১৪৫ ধারায় উল্লেখিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু তার ভাই জমি মাপা ও ভয়ভীতি প্রদর্শণ, ব্যবসার কাজে বাধা প্রদান অব্যাহত রাখায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি নিরুপায় হয়ে জমি রক্ষাসহ পরিবারের নিরাপত্তা বিধানে প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।