ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম(বান্দরবান)প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৩:৪৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
"ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগণ" এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, আলীকদম থানার তদন্ত (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানাসহ সরকারি বেসরকারী কর্মকর্তা ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
প্রধান অতিথি বক্তব্য দুংড়ি মং মার্মা বলেন,ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সকল ক্ষেত্রে সুবিধা হয়েছে।মানুষের জীবনযাত্রাও বদলে গেছে বলে তিনি মন্তব্য করেন।তিনি আরো বলেন,বর্তমান প্রজন্মকে বিশ্ব সম্পর্কে ধারণা থাকা জরুরি।ভবিষ্যতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারাই দেশ উন্নয়নে ভূমিকা রাখবে।
 
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল বলেন,সমগ্র বাংলাদেশ এখন সকল ক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া রয়েছে ।সিংহভাগ আমাদের সেবাগুলো ডিজিটাল ব্যবহার  রয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
 
বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আলীকদম উপজেলাও সেভাবেই এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।সেইসাথে ডিজিটাল ডিভাইস বা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সন্তানদের সচেতন করতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
 
সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা ও উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ ইকবাল।