ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ইবির হিসাববিজ্ঞান বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন

জামাল উদ্দীন, ইবি | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৩:৫৮:০০ অপরাহ্ন | শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামাল উদ্দিন। তিনি সদ্য বিদায়ী সভাপতি  অধ্যাপক ড. জাকির হোসেন এর জায়গায় স্থালাভিষিক্ত হন। তিনি আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগীয় সভা কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন এর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমীন। ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান ও অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়াও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কামাল উদ্দিন, ইশরাত জাহান, শাহবুব আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর একটি চিরায়ত প্রথা। দায়িত্ব পালনকালে আমি দেখেছি একজন সভাপতিকে বিভিন্ন কাজ করতে হয়। এমনকি বিভাগের রেজুলেশন এবং নোটিশও সভাপতির লিখতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে কোনো টাইপরাইটার নিয়োগ দেয় না। ফলে একজন ব্যক্তির পক্ষে এসকল কাজ করা খুবই অমানবিক। তবে আমি আমার যথাসাধ্য দায়িত্ব পালন করেছি। এক্ষেত্রে বিভাগের অন্যান্য সবাই আমাকে সহযোগীতা করেছেন। নতুন সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানাই।

নতুন সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আমি গর্বিত যে আমি আমার ছাত্রের কাছে থেকে দায়িত্ব নিয়েছি। জাকির হোসেন তার দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে দায়িত্ব পালন করবো। আমি সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করবো। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক জাকির হোসেন খুবই দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত সুচারুভাবে তিনি বিভাগকে এগিয়ে নিয়েছেন। নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানাই। তিনি ভবিষ্যতে দক্ষতার সাথে বিভাগের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার দক্ষতাকে কাজে লাগাবেন। তবে দায়িত্বের ক্ষেত্রে বিভাগের অন্য সকলকে তাকে সহযোগীতা করতে হবে। তাহলে বিভাগ গতিশীলতার সাথে এগিয়ে যাবে।