ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শিগগির রোডম্যাপ, নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০২:১৫:০০ অপরাহ্ন | জাতীয়

সরকার দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনায় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “দেশে রাজনৈতিক অস্থিরতা কাটলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে, যার মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্ভব হবে। এ নিয়ে সরকার নিরলসভাবে কাজ করছে।”

বাংলাদেশি রাজনৈতিক দলের বিদেশি শাখাগুলোর কর্মকাণ্ডে দেশের ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিশ্বের অন্য কোনো দেশে এত রাজনৈতিক দলের শাখা নেই, যতটা বাংলাদেশি দলগুলোর রয়েছে বিদেশে। এসব শাখা প্রায়ই অপ্রয়োজনীয় বিরোধ ও সংঘাতে জড়িয়ে পড়ে, যা আমাদের জাতীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য দলের সমর্থনে বিদেশে মিছিল, স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রভাব ফেলছে।”

তিনি আরও বলেন, “বিদেশের মাটিতে রাজনৈতিক বিরোধের শত্রুভাবাপন্ন মনোভাব বাংলাদেশের সম্মানহানির কারণ হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে গণমাধ্যমের সহযোগিতা জরুরি।”

পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “গত চার মাসে ভারতীয় গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচারিত হয়েছে, যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ভয়াবহ নিপীড়ন চলছে। এ ধরনের অপপ্রচার রুখতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।”

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন, বিদেশে দূতাবাসগুলোতে সবসময় প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয় না। তবে তিনি আশ্বাস দেন, “বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা রয়েছে।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আগ্রহী হবে। দেশের ইমেজ উন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দেশের ব্র্যান্ডিংয়ের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

 

বায়ান্ন/এসএ