ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আবু সালেহ মো. ফাত্তাহ, রাজশাহী | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৩:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মো. শহিদুল ইসলাম (২২) নামে এক যুবক আহত হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে শিবগঞ্জ থানাধীন সোনা মসজিদ স্থলবন্দরের বাগিচা পাড়া সীমান্তে বুকে গুলিবিদ্ধ হয় ওই যুবক।

এরপর ভোর সাড়ে পাঁচটায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতের পরিবারের দাবি, ওই সীমান্তে ড্রেজারে করে মাটি কাটা আনা হচ্ছিল। সেখানে শনিবার ভোরে শহিদুল অন্যদের সাথে ট্রলিতে করে মাটি আনতে গিয়েছিল। এসময় বিএসএফ তাদেরকে উদ্দেশ্য করে গুলি করে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, আহত যুবকের বুকের ডান পাশে গুলি আছে। গুলিটি বের করার জন্য তাকে বেলা ১২টায় হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। তার অপারেশন শেষ হয়েছে।