ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

উজানের ঢল ও ভারী বর্ষণে পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে, বন্যার শঙ্কায় মৌলভীবাজার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জুন ২০২৪ ০৯:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

উজানের ঢল, দফায় দফায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে নদ নদীর পানি বাড়ছে।

মঙ্গলবার ১১ জুন ২০২৪ ইং, সকাল থেকে বিকাল পর্যন্ত নদ-নদীর পানি বেড়ে বিপদ সীমার ওপরে। গতকাল মনু নদীতে পানি বেড়েছে ৮৩ সেন্টিমিটার। এছাড়া বেড়েছে কুশিয়ারা, ধলাই, জুড়ী, সুনাই ও ফানাই নদীর পানি।

জানা যায়, ভারী বর্ষণে জুড়ী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গতকাল বিকেল ৫টার সময় জুড়ী উপজেলায় জুড়ী নদীর পানি বিপদ সীমার ১৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। রবিবার (৯ জুন) ও সোমবার (১০ জুন) মৌলভীবাজারের বিভিন্ন স্থানে শতাধিক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজিকাল বিভাগের তথ্য মতে, গত দুই দিনে মৌলভীবাজারের ১০৮ মিলিমিটার, কমলগঞ্জ উপজেলায় ৯৭ মিলিমিটার, কুলাউড়া উপজেলার মনু রেল ব্রিজ এলাকায় ১১৪ মিলিমিটার, মৌলভীবাজার শহর পয়েন্টে ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, রবিবার ও সোমবার উজানে ভারী বর্ষণে মনু নদীর পানি রেল ব্রিজ পয়েন্টে ৮৩ সেন্টিমিটার, শহর পয়েন্টে ৭২ সেন্টিমিটার এবং কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর পানি ২৮ সেন্টিমিটার বেড়েছে।

তিনি আরো বলেন, জুড়ী নদীর পানি ব্যতীত অন্যান্য নদীর পানি এখানো বিপদ সীমা অতিক্রম করেনি বলে তিনি জানান।