ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে প্রাক্তনদের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : শুক্রবার ২১ জুন ২০২৪ ১২:৩৫:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

একঝাঁক প্রাক্তনরা প্রাণের ক্যাম্পাসে একসাথে একত্রে মিলিত হওয়ার স্বপ্ন লালন করছিল দীর্ঘদিন ধরে।তাদের স্বপ্ন বাস্তবায়নে অর্ধ যুগেরও অধিক সময় ধরে পুণর্মিলনী বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।অবশেষে সেই চেষ্টা সফল হলো।অনুষ্ঠিত হলো মিলনমেলা। সাতকানিয়ার কাঞ্চনায় আনন্দ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তনদের প্রথম মিলনমেলা।সফলভাবে সম্পন্ন হয়েছে কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত প্রথম মিলনমেলা।

 

ঈদুল আযহার দ্বিতীয় দিন মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করা হয়।

 

মিলনমেলাকে বাস্তবায়ন করার জন্য গত দুই মাস আগে থেকে চলে মিলনমেলার রেজিষ্ট্রেশন কার্যক্রম।সময় ঘনিয়ে আসার সাথে সাথে নেওয়া হয় আনুষাঙ্গিক প্রস্তুতি।মিলনমেলার আগের দিন রাতেই তৈরি করা হয় উপহার সামগ্রী,কুপন,রেজিষ্ট্রেশন কার্ড, মঞ্চ সাজানোসহ যাবতীয় আয়োজন।সকাল থেকে মিলনমেলা স্থলে ছুটে আসতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা।শুরু হয় রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ,ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ।এরপর শুরু হয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের খেলাধুলা প্রতিযোগিতা।পরে আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত,ইসলামী সংগীত,জাতীয় সংগীত, শিক্ষকদের স্মৃতিচারণ ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও দুপুরে খাবারের আয়োজনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি হয়।দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ,ক্রীড়া পুরষ্কার প্রদান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এদিকে দীর্ঘদিন লালিত স্বপ্ন পূরণ হওয়ায় প্রাক্তন শিক্ষক,বর্তমান শিক্ষকদের আবারো ক্যাম্পাসে একসাথে দেখতে পেয়ে আনন্দ উৎফুল্ল হয়ে উঠে প্রাক্তন শিক্ষার্থীরা।এদিকে দীর্ঘদিনের প্রাক্তন শিক্ষার্থীদের পেয়ে আরও বেশি আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষকরা।দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রথম মিলনমেলা।