রোটারী ক্লাব অফ বগুড়ার নতুন বর্ষ উপলক্ষে জেলা সার্কিট হাউজে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিন্ডিকেট বলে দেশে কিছু নেই। তিনি কাঁচা মরিচের মুল্য বৃদ্ধি, চামড়ার দাম কমে যাওয়া প্রসঙ্গে বলেন, মরিচের ব্যাপারে বলেন আমদানী করার নির্দেশ দেওয়া হয়েছে। চামড়া প্রসঙ্গে তিনি লবন ব্যবহার করার পরামর্শ দেন।
পরে মন্ত্রী রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে রাজশাহী বিভাগীয় র্যালীতে যোগ দেন এবং রোটারীয়ানদের ক্রেস্ট প্রদান করেন।
কাঁচা মরিচ কৃষিজাত পণ্য এটা কৃষি মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে সেটার অবস্থা। সরকার সিদ্ধান্ত নিয়েছে কাঁচা মরিচ ইনপোর্ট করবে। তবে কেন দাম বাড়লো, প্রডাকশনটা কি কৃষি মন্ত্রণালয়ই তা ভালো জানে। এটা আমাদের ব্যাপার নয়। আমরা বার বার বলেছিলাম কাঁচা চামড়াতে লবন দিতে হবে। লবন দেওয়া থাকলে দাম যদি না পেত তাহলে আরও সাত দিন চামড়া রাখতে পারতো। কিন্তু কেউ সে কথা শোনেনি। একটুখানি কষ্ট করে লবণ দিত মিনিমাম আট দিন পর্যন্ত ভালো থাকতো তারা দামটা পেত। আর দুই দিনের মাথা এখন দাম ফল্ট করলো লবণ না দেওয়া কারণে। এটিই আমরা বলেছিলাম যে প্রচার করেন চামরাতে যেন লবণ দেয়। লবণ দেওয়া দরকার। বাজার সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা মনে করি কি যে সাপ্লাই এবং ডিমান্ড নির্ভর করে। যে সব জিনিসগুলো ইমপোর্ট করা হয়, সেটা কখনও কখনও কিছুদিনের জন্য হোল্ড করে রাখা হয়। সেটা আমরা চেষ্টা করি ভোক্তাঅধিকার দিয়ে ধরতে। বিদেশ থেকে ইমপোর্ট করা জিনিস বাইরে দাম বাড়লে আমাদের দেশেও বাড়ে। তার পরেও কোন কোন ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করে।