ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

কালিহাতীতে পাটের গুদামে আগুন

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০৪:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর
টাঙ্গাইলের কালিহাতীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছরা গ্রামে আলা বেপারীর ছেলে গনি বেপারীর পাট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। 
 
পাটগুদাম মালিক গনি বেপারী জানান, আমার ব্যক্তিগত পাট গুদাম সংলগ্ন ধান ভাঙানোর হলার মেশিনে সুইচ দেয়ার সাথে সাথে সর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। অতি অল্প সময়েই গুদামসহ হলারঘর এবং পাশে থাকা দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
 
কালিহাতী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক  আলতাফ হোসেন জানান, আমরা সাপ্তাহিক আয়োজনের ধারাবাহিকতায় আজ একটি মহড়ায় ছিলাম। এমন সময় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত এই ঘটনাস্থলে উপস্থিত হই। এর আগে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ছিল। পরে আমরা এসে তাদের সাথে মিলিত হয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদাম মালিকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।