ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক মনিরের উপর হামলা,বাড়িঘর ভাংচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক আমিরুল ইসলাম মনির, তার বাবা ও ভাই এর উপর হামলার ঘটনা ঘটেছে।হামলায় মনির ও তার ভাই গুরুতর আহত হয়।এছাড়া তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাংগাইল পাঠানপাড়া গ্রামে।

এ ঘটনায় আহত মনির বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।মামলার এজাহার সূত্রে জানা যায়,জেলা ফুটবল দলের অধিনায়ক ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম ওরফে মনিরদের সাথে তাদের ই প্রতিবেশী আত্বীয়দের পূর্ব থেকে জমিজমা নিয়া বিরোধ চলে আসছে।এরই প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধী পক্ষের লোকজন তাদের বাড়িঘরে হামলা করে।তখন মনির,তার পিতা আব্দুল বাতেন ও ভাই মোবারক বাধা দিলে তাদের উপর চড়াও হয়।

হামলায় আহত মনির তার পিতা ও ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।অবস্থা গুরুতর হওয়ায় মনিরের ভাই মোবারককে কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরবর্তীতে গত ১৫ ডিসেম্বর আমিরুল ইসলাম মনির বাদী হয়ে করিমগঞ্জ থানায় বাড়িঘর ভাংচুর,খুন করার উদ্যেশ্যে মারপিট ও ৯০ হাজার টাকা চুরির অভিযোগে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করে।

আহত ফুটবলার মনির জানায়,জমি সংক্রান্ত ঝামেলা থাকায় তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে।আমার মাথায় কোপ দিয়ে জখম করে,আমার ভাই এর মাথায়,হাতে ও পিঠে কোপ দিয়ে গুরুতর জখম করে,আমার বাবাকেও মারধোর করে। আমাদের ঘরের ওয়ারড্রব, সোকেস,আলনা এবং আমার খেলাধুলার জিনিস ভাংচুর করে।আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:শামসুল আলম সিদ্দিকীর কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন,মামলা তদন্ত চলছে।