ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

কুলাউড়ায় গাছ থেকে পড়ে যুবকের প্রাণহানী

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ মে ২০২২ ০৮:৪১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লিচু গাছে উঠে লিচু পাড়ার সময় গাছ থেকে ছিটকে পড়ে মো. ওয়াহিদ আহমদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওয়াহিদ উপজেলার গাজীপুরের মাস্টার দোকান এলাকার রেনু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সদস্য ফজলুল আওয়াল।

তিনি জানান, সোমবার (১৫ মে) দুপুরে ১টার দিকে ওয়াহিদ মেরিনা চা বাগানে যান। সেখানে গিয়ে লিচু পাড়তে গাছে উঠেন। হঠাৎ গাছ থেকে ছিটকে পড়ে গুরুতর আহন হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার তিনি মারা যান।

ফজলুল আওয়াল আরও জানান, ওয়াহিদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।