ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়াতে একাধিক ইউনিয়নে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুষ্টিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ১১:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

বিগত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে কুষ্টিয়ার ৫ টি ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে গড়ে ৭০ ভাগ ইউনিয়নে পরাজিত হয়। সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লো কুষ্টিয়া সদর উপজেলা। ১১ টি ইউনিয়নের ১০ টি তে শোচনীয় ভাবে পরাজিত হয়।

৫ম ধাপের নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় শুরু হয়ে চলে টানা ৮ টা পর্যন্ত। নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতার আশংকা থাকলেও জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

এর মধ্যেও পাটিকাবাড়ী ইউনিয়নে সন্ধায় ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেলেও কোন হতাহত নেই। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কমিশন সূত্র মতে উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচনে মাত্র একটি তে নৌকার প্রার্থী  লাল্টু রহমান বেসরকারী ভাবে ৭ হাজার ভোটের ব্যাবধানে জয় লাভ করে। এ ছাড়া বাকী ১০ জন পরাজিত হয়। এর মধ্যে ১ নং হরিপুর ইউনিয়নে ১৮৯ ও ৪ নং বটতৈল ইউনিয়নে ১১৪ ভোট পেয়ে নৌকা প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে।


জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সঠিক ভাবে প্রার্থী নির্বাচনে ব্যর্থ, দলের বিদ্রোহী প্রার্থীদের না ঠেকাতে পারা ও স্থানীয় কোন্দলের কারনে নৌকার লজ্জা জনক পরাজয়। অনেকেই মনে করেন কুষ্টিয়া সদরে মাহবুব উল আলম হানিফ এমপি এর মত হেভিওয়েট নেতা থাকার পরেও নৌকার এমন ভরাডুবি মেনে নেওয়া যায় না।


কুষ্টিয়া সদর নির্বাচন কমিশনার সহিদুর রহমান জানান, ১১ টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৪৫৯ জন।পুরুষ ১ লক্ষ ৮ হাজার ৯৬ জন, নারী এক লক্ষ ৮ হাজার ৩৬৩ জন। সকল ঝুকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সহ যৌথবাহিনী মোতায়েন ছিলো। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রের ভেতরের জরুরী প্রয়োজনে জেলা প্রশাকের নির্বাহী ম্যাজিস্ট্রেড, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড, র‌্যাব, বিজিবি মোতায়েন ছিলো। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ১১ জন বিজয়ী চেয়ারম্যান হলেন, হাটশহরিপুর ইউনিয়ন-এম মোস্তাক হোসেন মাসুদ ( মোটরসাইকেল), বটতৈল ইউনিয়ন-মিজানুর রহমান মিন্টু ফকির  (ঘোড়া), আইলচারা ইউনিয়ন-
মোঃ সিদ্দিক (আনারস), উজানগ্রাম ইউনিয়ন-
সানোয়ার হোসেন মোল্লা (আনারস), হরিনারায়নপুর ইউনিয়ন-মেহেদী হাসান সম্রাট ( মোটরসাইকেল), 
পাটিকাবাড়ী ইউনিয়ন-রোকনুজ্জামান কানু ( ঘোড়া)
, আব্দালপুর ইউনিয়ন-আলী হায়দার স্বপন মাস্টার ( মোটরসাইকেল), ঝাউদিয়া ইউনিয়ন-মেহেদী হাসান (চশমা), আলামপুর ইউনিয়ন-
আখতারুজ্জামান বিশ্বাস (চশমা), মনোহরদিয়, ইউনিয়ন-জহুরুল ইসলাম জহুর (ঘোড়া), গোস্বামী দুর্গাপুর-মোঃ লাল্টু রহমান (নৌকা)।